Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get what service?

 ক)  আর্সেনিকমুক্ত নলকুপ স্থাপন :-

সংশ্লিষ্ট ইউপি. চেয়ারম্যান/ সংসদ সদস্য/ উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নিকট আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে নির্ধারিত সহায়ক  চাঁদা জমা দিলে ডিপিএইচই কর্তৃক নিযুক্ত ঠিকাদার নলকুপ বসিয়ে দিবে।

 

 খ)  বিনামূল্যে লেট্রিন সেটঃ-

ইউপি. চেয়ারম্যানের মাধ্যমে তালিকাভূক্ত হলে বরাদ্দ সাপেক্ষে ডিপিএইচই কর্তৃক সরবরাহকৃত লেট্রিনসেট পরিষদ থেকে গ্রহন করা যাবে।

                     

গ) আর্সেনিক পরীক্ষাঃ-

পরিস্কার বোতলে পানি নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে কোন অফিসে আসলে বিনামূল্যে পানি পরীক্ষা করা হয়।

 

ঘ) নলকুপ মেরামত :-

সংশ্লিষ্ট ইউনিয়নের মেকানিকের সাথে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় যন্ত্রাংশের দপ্তরীয় মূল্য পরিশোধ করতে হবে, তবে মেকানিকের মজুরী দেওয়া লাগবে না।

 

ঙ) পৌরসভায় সেবা প্রাপ্তি:-

পৌর মেয়রের মাধ্যমে বরাদ্দ সাপেক্ষে।